Posts

ভালবাসার কবিতা। মনের মানুষ। ভালবাসা

Image
মনের মানুষ  - শওকতুর রহমান ডাগর কালো চোখের কাজল পরা মনের মানুষটি  এই শহরেই থাকে, এই শহরে আসলে আমার তাকেই মনে পড়ে। এই শহরের বাতাসে পাই তার শরীরের ঘ্রান, তাহার জন্য ভিজে চোখ উদাস মন প্রাণ। লাজুক লাজুক মুখখানা তার চোখের সামনে ভাসে,   লজ্জা পেলে ওড়নায় মুখ চেঁপে মিটমিটিয়ে হাসে। মুগ্ধ হয়ে শুনতাম আমি তাহার মুখের বাণী, কথার জাদুতে প্রাণ জুড়াতো ভরতো মনখানি। একটুখানি অভিমানেই চোখের জলে ভাসতো, কান্নার কোন এওয়ার্ড থাকলে তার কাছেই আসত। ছেলে হলে নাম রাখবে কি মেয়ে হলে কি নাম, এটা নিয়েই মাঝে মাঝে ঝগড়া হতো বিষম। স্বপ্নে স্বপ্নেই নাতি পুতির বিয়ে দিয়ে দিত, বুড়ো বুড়ি আমরা দুজন বিয়ে বাড়িতে খুশ গল্পে মত্ত। ভালবাসতো আমায় সে নিজের থেকে বেশী, অনায়াসের রাখতে পারতো জীবন আমার জন্য বাজী। সেই মানুষটাই একদিন হারিয়ে গেল জীবনের গল্প থেকে, তার জন্য আজও মন একাকী কাঁদে। দোষ ছিলনা এতে কারোই ভাগ্যের কাছে হার, আমরাও তাই মেনে নিয়েছি ভাগ্যে নির্ধারণ বিদাতার।

আমার বাবা। বাবা। baba

Image
আমার বাবা -শওকতুর রহমান বাবার শরীলের ঘ্রানটা আজও নাকে লেগে আছে, সুমিষ্ট সেই ঘ্রানটা এখন আর পাইনা খুঁজে; কত বছর হয় বাবা তোমায় দেখিনা,  কত কষ্টে কাঁটছে জীবন কেউ জানেনা।  মনেপড়ে শুক্রবার এলে মুখে সাবান মেখে দাঁড়িয়ে থাকতাম দাঁড়ি গোফ শেভ করব বলে, শেভ করে তুমি ব্লেডটা কিভাবে যেন খুলে ফেলতে কথার ছলে। গোসল করে পরিপাটি হয়ে তুমার পিছন পিছন জুম্মার নামাজে, নামাজ শেষ করে একসাথে ফিরতাম কখনও কোলে কখনোবা হেঁটে। পথে দাদার কবরের সামনে এসে থমকে যেতে তুমি, অশ্রুশিক্ত নয়নে নিজ মা বাবার জন্য করতে ক্ষমা প্রার্থনা। ছোট্ট মনে একটাই প্রশ্ন উঁকি দিত,  দাদা মরে গেছেন শুনেছি সেই কবে আজও কান্না কর কেন তুমি? আজ জীবনের এই প্রান্তে এসে পেয়েছি খুঁজে সেই প্রশ্নের  উত্তর। আমার কারনে তোমার কৃষি করাটা হলনা, সকালে মক্তব ছুটি হতে দেরী মাঠে যেতে আমাকে ঠেকায় কে? তোমার সাথে জমির পাশে বসে সকালের ঐ নাশতা করাটা, আমার কাছে মনে হত এক অমৃত স্বাদ।  বাঁশের তৈরী ঐ মইয়ে উঠে বসতাম চড়ে,  মনে হতো যেন গরুর গাড়িতে করে ঘুড়ে বেড়াচ্ছি আমি। একদিন কাজের লোকটার পাওয়...

ঈদ/ ঈদের কবিতা/EID

Image
  ঈদ -শওকতুর রহমান ছোট্ট বেলায় ঈদের সকাল মায়ের ডাকে ভাঙতো যখন ঘুম, টপকা দিয়ে বিছানা ছেড়ে পরতো সবার গোসল পারার ধুম। ঘুম ঘুম চোখে গোসল করে পরে নতুন জামা,  আনন্দে নাঁচতো মন খুশির ছিলনা সীমা। একসাথে সবাই মিলে করতাম ঘুরাঘুরি, কার জামাটা সেরা হইছে তাই নিয়েই কতই বাহাদুরি। বাবার সাথে নামাজ পড়তে ঈদগাহেতে যেতাম, ফিরে এসে সেমাই ফিরনি মজা করে খেতাম। সারাদিন কাটতো মোদের হুই হুল্লোড়ে করে, এ বাড়ি থেকে ঐ বাড়ি ঈদের কুশল বিনিময়ে। সন্ধ্যা হলেই মনটা বিষণ খারাপ হয়ে যেত, ভাবতাম তখন ঈশ! ঈদটা যদি প্রতিদিনই আস আসতো। আড়াই মাস পরে যখন আবার কোরবানির ঈদ আসে, সবার মন তখন খুশিতে আত্বহারা ঠগবগিয়ে নাঁচে।  গরু কিনতে সাথে যাব ধরতাম কত বায়না, এত এত গরু দেখে বাজার থেকে মন আসতে চায় না।কার গরুটা বড় বেশি কারটা দেখতে সুন্দর, এসব নিয়েই গবেষণা চলতো মোদের দিনভর। ঈদের নামাজ পড়েই হুজুর এক এক করে করতেন গরু জবাই, পিছন পিছন দলবেঁধে থাকতাম আমরা সবাই। মাংস রান্না হয়ে গেলে মায়ের কাছে মাংস খাবার বায়না, প্লেট ভরে মাংস খেতাম আর তো দেরী সয় না। কোথায় গেল সেই দিনগুলি কোথায় সেই দুরন্তপনা,...

মাহে রামাদ্বান/ এসেছে রামজান/Ramadan

Image
মাহে রামাদ্বান -শওকতুর রহমান এ সেছে আবার ফিরে ঐ রহমতেরই মাস, মাগফেরাত আর নাজাত নিয়ে এসেছে সাথে, করবে যারা সঠিক মুল্যায়ন তাহার, লাভমান হবেই হবেইকো তাতে। ভোর রাতের সেহরির সুফল কারো নেইতো অজানা, ইফতারিতে প্রাণের সঞ্চার মন আনন্দে হয় আটখানা। রোজাদারের মুখের ঘ্রাণ মেশক আম্বরের চাইতেও উত্তম, যেই ঘ্রাণটা ভালবাসেন খোদা নিজেই স্ব্য়ং।  প্রতি ফরজে সত্তর গুণ বেশী সওয়াব লিপিবদ্ধ হবে আমলনামায়, প্রতি নফলে ফরজের সওয়াব হবে মেগা অফার দিয়েছেন বিদাতায়। এই মাসে এমন এক রাত আছে যা হাজার মাসের চেয়েও উত্তম, পুন্যতা দিয়ে জয় করলে ক্ষমা পাবেই যতই হোক না  অধম। রাতের নিজস্ব কোন অবধান নেই এই মহান হবার  পিছনে, এই রাতেই নাজিল হয়েছিল প্রবিএ মহা আল কোরআন লাওহে মাহফুজের পাহাড়ে। মুমিনদের জন্য এর চেয়ে খুশির কোন মাস নেইতো আর, তাইতো নামাজ,রোজা,দোয়া দুরুদে মশগুল রাত দিনভর। অধম হইতে উত্তম হবার এমন সুযোগ করবে যে হাতছাড়া, কে বলে মানুষ তাকে তার চেয়ে উত্তম বনের পশুরা।   এমন মাস পেয়ে যেন আমরা সঠিকভাবে মুল্যায়ন করি, তৌফিক দিও হে দয়াময় ইবাদতের মাধ্যমে আপনার মন...

জিহ্বা। কবিতা জিহ্বা।Jebba

Image
জিহ্বা -শওকতুর রহমান তুলার মত তুলতুলে সে আঘাত তাহার শক্ত, এক নিমিষেই শত্রু বাড়ে বাড়তে পারে ভক্ত। জাদুমাখা কথার চলে হয় যে প্রিয়ভাষী, সেই কথার কারণেই আবার হতে পারে দোষী।  ছুরি বটি কোড়ালের চাইতে ধারালো তাহার আক্রমন,   এক খোঁচাতেই ভাংতে পারে মানুষেরই মন। প্রিয় থেকে অপ্রিয় হতে তাহার জুড়ি মেলা ভার, তার কারণে হতে পারেন অপ্রিয় সবার। সঠিক স্থানে যথাযত হয়না যখন প্রয়োগ, নষ্ট করে আত্বীয়তা সম্পর্ক হয় তখন বিয়োগ। তাহার জন্য প্রশংসা আবার তার কারণেই তীরস্কার,   সঠিক বাক্যে ব্যাবহারে পায় অনেকেই পুরস্কার।  সর্বগুণে গুণান্বিত এমন অনেকেই হয়েছেন লাঞ্চিত,  অসাবধানতায় অঘটন ঘটে হতে হয় সম্মান থেকে বঞ্চিত। স্বাদ কিবা অস্বাদের বিচারে সে খুবিই বিচক্ষণ, অনায়াসে ধরতে পারে গুণগত মান। ইচ্ছে যদি থাকে মনে স্নেহ কিংবা সমীহ করবে সবে, সঠিক ভাবে জানতে হবে তার ব্যবহার আগে। মানব সমাজে খুঁজলে পাবে তাহার ভাল কাজের অগণিত উদহারণ, প্রতিষ্ঠিত হতে পার যদি কর তাহার সঠিক মুল্যায়ন।

প্রেমের স্মৃতি। প্রেমের কবিতা। হারানো প্রেমের স্মৃতি ।

Image
প্রেমের স্মৃতি -শওকতুর রহমান কখনো যদি কেউ প্রশ্ন করে জীবন সুন্দর ছিল কবে? অবলীলায় বলতে পারি তাহার সাথে কাটানো সময়টাতে।  কদাকার চলার পথ তার পরশ পেয়ে হয়ে উঠেছিল মসৃণ নির্জীব তপ্ত পাথরের উপর সেদিন হয়েছিন বর্ষণ।  ফুলে ফুলে ভরা আর সবুজের সমারোহে ভরে উঠেছিল বাগান, সে ছিল কারিগর জীবন করেছিল মহান। অপেক্ষার তিক্ততা লাগতো যেন খুবই মধুর,  তাহার আগমনে অজান্তে মনের মাঝে বাজতো প্রেমের সুর। ডাগর চোখের পাঁপড়িগুলো যেন ছিল কালো গোলাপ, মুক্তোঝরানো হাসিতে ছিল এক মায়াবী ছাপ। প্রেম জীবনের শ্রেষ্ট সময় দিবাস্বপ্ন বিভোর থাকতো মন, সারাক্ষন এই মনে ছিল শুধু তাহার বিচরণ।  রঙে রঙিন চারপাশ ছিল স্বপ্নের ছড়াছড়ি, অবাস্তব কল্পনাগুলি জমা হতে হতে হত একঝুড়ি।  দিন রাত তাহার কথামালায় গেঁথে যেত মন, এই কথার মায়াবী জাদুতে আনন্দে ঝলমল করতো দু- নয়ণ।  কাঠখড় পোহাতে পোহাতে জীবন আজ দুই তৃতীয়াংশ অতিক্রম হলো, অর্জন বলতে তাকে পেয়েই শুধু পুর্ণতা পেয়েছিল।  বাস্তব স্বপ্নকে ছোঁয়ার মাধ্যম ছিলে তুমি,  তোমাকে পেয়ে ধন্য হয়েছিলাম এই অধম আমি। 

প্রবাস থেকে দাদীকে নিয়ে লেখা কবিতা। দাদীমা।

Image
  দাদীমা - শওকতুর রহমান ভিসা যখন হাতে পেলাম খুশির ছিলনা তো শেষ,  সবাই ছিল আত্বহারা নিজের লাগছিল তাই বেশ। ব্যাতিক্রমী দাদীর মুখটি ছিল ভারী চোখে ছিল জল, হাতটি ধরে বলল আমায় চলি যাবিরে পাগল? জড়িয়ে ধরে দাদিকে আদর মাখা সুরে,  বললাম বুড়ি কাঁদছো কেন তোমার জন্য অনেক কিছু আসব নিয়ে ল্যাগেজে করে। তোকে ছাড়া ক্যামনে থাকুম গল্প হবে কার সাথে?  ফিরে এসে হয়তো দেখবি তখন দাদি নাই আর এই দুনিয়াতে। এমন কথা বলনা দাদী ফিরছি বছর শেষের আগেই,  তোমার জন্য সতীন আনবো বিদেশ থেকে ফিরেই। দাদী আমার কথা শুনে মুচকি হাসি দেয়, লাল টুকটুকে সতীন দেখে ভুলে যাবি আমাকেই। বিদায় বেলায় সবার চেয়ে কান্নাকাটি দাদীই বেশী করে, কান্না দেখে আমার চোখের জল বাঁধা নাহি মানে।  আসার পর মাঝে মাঝে টেলিফোনে কিছু কথা হয়,  অনেক কথাই বুঝেনা সে মন খুলে আর কথা নাহি হয়।  প্রায়ই শুনি দাদীর শরীল তেমন ভাল নেই,  আগের মতো কথাবার্তা এখন আর বলেনা কারো সাথেই ছয় মাস পরে কাজের মাঝে একদিন বাবার ফোন আসে কাঁদো কাঁদো স্বরে,  তোর দাদী চলে গেছেন আমাদের ছেড়ে। আসমান ভাঙিয়া মাথায় পড়লো পিছন থেকে ধাক্কা দিল কেউ, ...