প্রিয় স্বদেশ ফেরা - শওকতুর রহমান বিদেশের চাকচিক্য আর আভিজাত্য দেখে দেখে যখন ফেরা হয় নিজ দেশে, এয়ারপোর্টের বাইরে বেরুলেই সবকিছু কেমন যেন পুরনো পুরনো লাগে। ফ্লাইওভার ফুটপাত সবই আছে বিদেশেরই মত, অযত্নে পড়ে আছে সব দেখার কেউ নেইতো। রাস্তায় নেই কোন শৃঙ্খলা নিয়মের তোয়াক্কা করছেনা কেউ, চলছে সবাই যার যার মত করে ঘটনা ঘটে আবার শেষ হয়ে যায় নিমিষেই। খোদ রাজধানীতেই গাড়ির হর্ন আর ধুলুবালিতে একাকার সব, মাঝে মাঝে ধুলুর কারণে দেখাই যায় না পথ। অসময়ে রাস্তার সংস্কার খুড়োখুড়িতে সৃষ্ট এই যানজট, এলোমেলো গাড়ির জটলা আর মানুষের শোরগোলে অস্থির রাজপথ। এতকিছুর মাঝেই যখন মাটির ঘ্রাণ নাকে ভেসে আসে, রাস্তার ঐ রঙ যাওয়া গাড়িটাও দেখতে ভালই লাগে। মনের মাঝে অন্যরকম শিহরণ জাগে যেমনটা প্রেমে পড়লে, হাজার ভুল থাকলেও তা আর চোখে পড়েনা, ঠিক তেমনি দেশের মায়ায় চাপা পড়ে অভিমান, সুন্দর লাগে যে সবি, গেয়ে উঠে মন সকল দেশের রাণী তুমি আমার জন্মভূমি। রাস্তার দু পাশে সবুজের সমারোহ দেখে আনন্দের নেইতো কোন শেষ, মনে হয় এইতো আমার ভালবাসার প্রিয় বাংলাদেশ। যার টানে নরম বিছানায় কতরাত ঘুমহীন কেঁটেছে আমার, যা...
আয়না - শওকতুর রহমান আজ সকালে আয়না দেখে চমকে গেলাম নিজেই, পাক ধরেছে দাড়িতে আর পাঁচ ছয়টা গোঁফে। চুলগুলা সব ঝড়ে পড়ছে মাথায় পড়ছে টাক, যৌবনকালটা বিদায় নিচ্ছে বৃদ্ধ হতে পড়ছে আমার ডাক মুখের চামড়ায় ভাজ ধরছে চোখের নিচে কালি, রঙিন দিনগুলি মোর কোথায় চলে গেলি? কোথায় গেল দুরন্ত কৈশোর যাচ্ছে চলে যৌবন, এসব কথা ভাবলেই এখন বিষন্নতায় ভরে উঠে মন। বয়স আমার বাড়ছেই কেবল লাফিয়ে যাচ্ছে দিন, চাহিদাকে পুরণ করতে বাড়ছেই শুধু ঋণ। কিসের নেশায় মত্ত হয়ে ভুলে গেছি সব, ভুলেই আছি কিসের জন্য পাঠিয়েছিলেন রব। হাসন রাজার কথার মর্ম বুঝিনিতো আগে, সেই গানটি শুনতে এখন বেশতো ভালই লাগে। মাঝে মাঝে আনমনে গেয়ে উঠে মন, কি ঘড় বানাইমু আমি গাইছেন হাসন করিয়া কান্দন। স্বাদের জীবন ঠিকই তবে শেষ হয়ে যাবে, আফসোস নিয়ে এই পৃথিবী একদিন ছেড়ে যেতে হবে।
মাহে রামাদ্বান -শওকতুর রহমান এ সেছে আবার ফিরে ঐ রহমতেরই মাস, মাগফেরাত আর নাজাত নিয়ে এসেছে সাথে, করবে যারা সঠিক মুল্যায়ন তাহার, লাভমান হবেই হবেইকো তাতে। ভোর রাতের সেহরির সুফল কারো নেইতো অজানা, ইফতারিতে প্রাণের সঞ্চার মন আনন্দে হয় আটখানা। রোজাদারের মুখের ঘ্রাণ মেশক আম্বরের চাইতেও উত্তম, যেই ঘ্রাণটা ভালবাসেন খোদা নিজেই স্ব্য়ং। প্রতি ফরজে সত্তর গুণ বেশী সওয়াব লিপিবদ্ধ হবে আমলনামায়, প্রতি নফলে ফরজের সওয়াব হবে মেগা অফার দিয়েছেন বিদাতায়। এই মাসে এমন এক রাত আছে যা হাজার মাসের চেয়েও উত্তম, পুন্যতা দিয়ে জয় করলে ক্ষমা পাবেই যতই হোক না অধম। রাতের নিজস্ব কোন অবধান নেই এই মহান হবার পিছনে, এই রাতেই নাজিল হয়েছিল প্রবিএ মহা আল কোরআন লাওহে মাহফুজের পাহাড়ে। মুমিনদের জন্য এর চেয়ে খুশির কোন মাস নেইতো আর, তাইতো নামাজ,রোজা,দোয়া দুরুদে মশগুল রাত দিনভর। অধম হইতে উত্তম হবার এমন সুযোগ করবে যে হাতছাড়া, কে বলে মানুষ তাকে তার চেয়ে উত্তম বনের পশুরা। এমন মাস পেয়ে যেন আমরা সঠিকভাবে মুল্যায়ন করি, তৌফিক দিও হে দয়াময় ইবাদতের মাধ্যমে আপনার মন...
Comments
Post a Comment