ভালবাসার কবিতা। মনের মানুষ। ভালবাসা
মনের মানুষ
- শওকতুর রহমান
ডাগর কালো চোখের কাজল পরা মনের মানুষটি
এই শহরেই থাকে,
এই শহরে আসলে আমার তাকেই মনে পড়ে।
এই শহরের বাতাসে পাই তার শরীরের ঘ্রান,
তাহার জন্য ভিজে চোখ উদাস মন প্রাণ।
লাজুক লাজুক মুখখানা তার চোখের সামনে ভাসে, লজ্জা পেলে ওড়নায় মুখ চেঁপে মিটমিটিয়ে হাসে।
মুগ্ধ হয়ে শুনতাম আমি তাহার মুখের বাণী,
কথার জাদুতে প্রাণ জুড়াতো ভরতো মনখানি।
একটুখানি অভিমানেই চোখের জলে ভাসতো,
কান্নার কোন এওয়ার্ড থাকলে তার কাছেই আসত।
ছেলে হলে নাম রাখবে কি মেয়ে হলে কি নাম,
এটা নিয়েই মাঝে মাঝে ঝগড়া হতো বিষম।
স্বপ্নে স্বপ্নেই নাতি পুতির বিয়ে দিয়ে দিত,
বুড়ো বুড়ি আমরা দুজন বিয়ে বাড়িতে খুশ গল্পে মত্ত।
ভালবাসতো আমায় সে নিজের থেকে বেশী,
অনায়াসের রাখতে পারতো জীবন আমার জন্য বাজী।
সেই মানুষটাই একদিন হারিয়ে গেল জীবনের গল্প থেকে,
তার জন্য আজও মন একাকী কাঁদে।
দোষ ছিলনা এতে কারোই ভাগ্যের কাছে হার,
আমরাও তাই মেনে নিয়েছি ভাগ্যে নির্ধারণ বিদাতার।
অসাধারণ
ReplyDeleteধন্যবাদ আপনাকে
Delete