কবিতা- আজও ভালবাসি/ ভালবাসার কবিতা
আজও ভালবাসি
জীবনের সাথে জড়িয়ে করিতে চাইনি তোমার জীবনটা অন্ধকার,
তাইতো কতইনা ভৎসনা করলে, করে গেলে আমায় তীরস্কার।
একবার যদি আমার জায়গায় দাঁড়িয়ে দেখতে পেতে কত অনিশ্চিত ভবিষ্যৎ,
নিশ্চিত ভাবে বলতে পারি কভু নাহি চাইতে ঠিক আমারই মত।
দ্বায়িত্বের বোঝায় পিষ্ট হয়ে আমি এখন ছন্নছাড়া মানুষ,
যে আমার সাথে বেঁধেছে ঘড় তার জীবনও অন্ধকার।
মাঝে মাঝে মনটা বড় কাঁদে আর বড্ড মায়া হয়,
অন্যকারো জন্যে নয় শুধুই নিজের জন্যে।
কতশত স্বপ্ন বিসর্জন দিতে হয়েছে এই সংক্ষিপ্ত জীবনে,
নিজেকে আজ বড় একা লাগে অথচ সবাই আছে আমার তবুও মনে হয় কেউ নেই।
তুমি নেই স্বপ্ন নেই আর নেই কোন কিছু পাওয়ার প্রত্যাশা,
জীবনের প্রতি কোন অভিযোগ নেই,
শুধু মাঝে মাঝে মনটা ভীষণ খারাপ হয়! আর খুঁজতে থাকে জীবনের মানে।
আজ আমি বেছে নিয়েছি অন্ধকারেই সুখ, তাইতো এখন ভাল আছি কাউকে করতে হয়না বিমুখ।
তোমাকে দূরে ঠেলে আজ শূণ্যতা গ্রাস করেছে আমাকে,
সাত সমুদ্রের ওপারে থেকে বজ্র কন্ঠে বলতে ইচ্ছে করে আজও ভালবাসি তোমাকে।
Comments
Post a Comment